ঢাকা, রবিবার   ০৩ আগস্ট ২০২৫

রাবি হলে ছাত্র ফুয়াদের মৃত্যুর ঘটনায় অপমৃত্যু মামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৯, ১১ ডিসেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শামসুজ্জোহা হলের ছাত্র ফুয়াদ আল খতিবের মৃত্যুর ঘটনায় মতিয়ার থানায় অপমৃত্যু মামলা করেছে পুলিশ।

এদিকে, রাতেই নিহত ফুয়াদ আল খতিবের মরদেহের ময়নাতদন্ত করা হয়। পরে পুলিশ তার পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করে। সোমবার সকালে তাকে গ্রামের বাড়িতে দাফন করা হয়।

রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শামসুজ্জোহা হলের নিজ কক্ষে অচেতন অবস্থায় পড়ে থাকে ফুয়াদ। পরে সহপাঠীরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এসবি/ 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি